বিমানবন্দর-ডিইপিজেড উড়াল সড়ক ও চার লেনের কাজ জানুয়ারিতে

Savar-Road-picআশুলিয়ার যানজট নিরসনে আগামী জানুয়ারিতে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত উড়াল সড়কের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিকে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজসহ নবনির্মিত দুই কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ডিইপিজেড ও পোশাক কারখানার কারণে রাজধানীর সঙ্গে সংযোগ স্থাপনকারী এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে উড়াল সড়ক হলে শিল্পাঞ্চলের কাজে গতি আসবে। উড়াল সড়কের নিচ দিয়ে আরো চারটি ওয়ে থাকবে যান চলাচলের জন্য।

এ সময় ঢাকা সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.