সিলেট থেকে এবার সরাসরি দুবাই যাবে বাংলাদেশ বিমান

সিলেট-দুবাই রুটে সপ্তাহে একদিন চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অত্যাধুনিক ফ্লাইট প্রতি বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট থেকে উড়বে দুবাইর পথে।
বিমানের রিজিওনাল ম্যানেজার (দুবাই ও আরব আমিরাত) সজল কান্তি বড়ুয়া গত সোমবার (২৩ আগস্ট) তথ্যটি জানান এক বিজ্ঞপ্তিতে।

আগামী ৩ সেপ্টেম্বর থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মধ্যরাতে (শুক্রবার রাতে) সিলেট থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮০০ ফ্লাইট।
এটি ড্রিম লাইনার এয়ারক্রাফট দ্বারা হবে পরিচালিত।এতে সিলেট-দুবাই রুটে বিমানযাত্রীদের ভোগান্তিকমে যাবে অনেক।
সূত্র-দৈনিক ইনকিলাব

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.