গায়িকা ন্যান্সি জানালেন তৃতীয় স্বামীর নাম-পরিচয়

সুখবরটি দিয়ে দিলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি।
গেল এপ্রিল মাসে স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
পরে গণমাধ্যমে তিনি জানান, তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই কণ্ঠশিল্পী।
তখন পাত্র ও বিয়ে নিয়ে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবেন বলেছিলেন তিনি।

গতকাল ২৩ আগস্ট হঠাৎ ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট দেন ন্যান্সি।
সেখানে লিখেছেন ‘গট এনগেজড’। আর সেখানে তিনি উল্লেখ করেছেন মোহসিন মেহেদি নামের একজনের সঙ্গে তার ইনগেজ হয়েছে।
সেই আইডিতে গিয়ে প্রোফাইলে দেখা যায় দুজনের আংটি বদলের ছবি।
মোহসিন বর্তমানে অনুপম মিউজিকের সিইও হিসেবে কর্মরত।
এর আগে বিভিন্ন সময় কাজ করেছেন রেডিও টুডে, রেডিও আমার, রবি ইয়ন্ডার মিউজিকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.