উত্তরার আনন্দ শুটিং হাউসে সাজ সাজ রব। বিয়ের বাদ্যি বাজছে। বাইরে থেকে মনে হলো, বিয়েটা কার? ভেতরে ঢুকতেই সংশয় কাটলো। দেখা মিললো পাত্রীর। তিনি তারিন। মাথায় ঘোমটা দিয়ে বসে আছেন। চারপাশে প্রতিবেশীদের ভিড়। বেলা বাড়ছে, সঙ্গে বাড়ছে পাত্রের জন্য অপেক্ষা। এবারই তারিনের প্রথম বিয়ে নয়।
এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। সেই ঘরের এক কন্যাও আছে। তারিন মোটেই ফের বিয়ের পিঁড়িতে বসতে চাননি। মূলত মায়ের পীড়াপীড়িতেই তার বিয়ে। বিয়ের সব আয়োজন পুরোদমে চললেও একটি বিষয়ে তখনো মীমাংসা হয়নি। বিয়ের পর কন্যাকে নিয়ে নতুন সংসারে উঠবেন নাকি কন্যাকে ছাড়াই থাকবে হবে তারিনকে।
এই সংশয় বারবার বুকটাকে দুমড়ে মুচেড়ে তোলে। সংশয় ফুরোবার আগেই বিয়ে বাড়িতে হাজির হয় পাত্র। পাত্র হিল্লোল। হাজির কাজী। শুভ কাজে দেরি করতে নেই। বিয়ের সেরে ফেলে তারা। বিয়ের শেষ হবার পরও ক্যামেরা ক্লোজ। এমন দৃশ্যই দেখা যাবে কৌশিক শংকর দাসের নতুন একক ‘ছেঁড়া টান’ নাটকে। এতে হিল্লোল, তারিন ছাড়ও আরও অভিনয় করেছেন স্নিদ্ধা মমিনসহ আরও বেশ কজন নতুন অভিনয়শিল্পী।
নির্মাতা বাংলামেইলকে জানালেন, ‘নাটকে প্রয়োজনে বিয়ের বাড়ির সেটটা বেশ ভালো ভাবেই সাজানো হয়েছিল। সচরাচর নাটকে এমন অ্যারেঞ্জমেন্ট দেখা যায় না। সবাই মিলে কাজ করতে ভালো লাগে। পুরনো অভিনয়শিল্পীদের নিয়ে তো বলার অপেক্ষা রাখে না। আর কাজের ব্যাপারে বেশ সিরিয়াস ছিলো।’
নাটকটি লিখেছেন জিনাত হোসেন জুথি। ঈদের দিন নাটকটি প্রচারিত হবে দীপ্ত টিভিতে।