আবারও শাকিব-শ্রাবন্তীর চমক

2016_06_25_21_00_54_yAWNgBs9Kv8pv8BBEXqEg6GzogujHZ_originalঈদে বড়পর্দায় আছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’। মুক্তির আগে ইউটিউবে ঝড় তুলেছে সিনেমাটি। গত সপ্তাহে ছবির প্রথম গান ‘হারাবো তোকে’ দর্শক থেকে বোদ্ধা মহলে প্রশংসিত হয়েছে। তারকা শিল্পীরাও শুভেচ্ছা জানিয়েছে শাকিব-শ্রাবন্তিকে। বিশেষ করে শাকিবের নতুন লুকে মোহিত হয়েছে দর্শকরা। প্রথম গানের রেশ কাটতে কী না কাটতেই ফের দ্বিতীয় চমক নিয়ে হাজির শাকিব-শ্রাবন্তি।

এবার আগের লুক ভেঙে নতুন আরেক লুকে হাজির হলেন তারা। পুরোদস্তুর আদিবাসি তরুণ-তরুণীর সাজে নতুন গানে হাজির হয়েছেন তারা। ‘ও ছুড়ি তোর বিয়ে হবে’ শিরোনামে গানটি আজ জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে রিলিজ দেয়া হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নকশা আজিজ ও মধুবান্তি। শাকিব ও শাবন্তির নতুন লুকের সঙ্গে সাবলিল নাচ ভিন্নমাত্রা যোগ করেছে গানটিতে। হয়ে উঠেছে দারুন উপভোগ্য। গানটি ইউটিউবে ছাড়ার পরপরই ক্তরা হুমড়ি খেয়ে পড়েছে।

যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন-বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.