দুই মাস পর দেশে সর্বনিম্ন মৃ’ত্যু

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে।
এই সংখ্যা গত ৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন।
এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৯২৬ জনে।

এর আগে গত ২৬ জুন ৭৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর পরের দিন ১১৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃত ৮০ জনের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৩৯ জন।
এদের মধ্যে হাসপাতালে ৭৮ জন ও বাড়িতে দুইজনের মৃত্যু হয়।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৩৬ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.