স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, সবকিছু ঠিক থাকলে সামনের ৪ মাসের মধ্যে আমরা সাত কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দিবো।
টিকা পাওয়া নিয়ে যেসব চুক্তি হয়েছে সেগুলো যদি সময় মতো চলে আসে তাহলে টিকা নিয়ে আর কোনো সমস্যা হবে না।
শনিবার দুপুর সাড়ে ৩টায় মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গ্রামগঞ্জে বেশি টিকার দেয়ার পরিকল্পনা করেছি কারণ গ্রামের লোকরা টিকা কম পেয়েছে।
মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পঞ্চাশঊর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ।
আমরা তাদেরকে টিকা আগে দেবো।