তারকা-সাংসদ নুসরাত জাহান গত বৃহস্পতিবারই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।
এখনও হাসপাতালেই রয়েছেন মা ও সদ্যোজাত।
সবশেষ কেমন আছেন নুসরাত ও তার সন্তান? কিংবা সন্তানকে নিয়ে কবে বাড়ি ফিরছেন তিনি- এ নিয়ে আগ্রহের শেষ নেই অনুরাগীদের।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে নুসরাত ও তার শিশুকে।
এর আগে সোমবার তাদের পরীক্ষা করছেন চিকিৎসকরা।
আগের দিন রোববার সকালেও মেডিকেল টিমের সদস্যরা নুসরাত এবং তার ছেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
সব রিপোর্ট সন্তোষজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
বলেছেন, দু’জনেই সুস্থ আছেন। তবে আরও একদিন দেখে ছুটির সিদ্ধান্ত নিতে চান তারা।