দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার কমেছে।
গতকাল রোববার শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৪ শতাংশ। আজ সোমবার শনাক্তের হার ১২ শতাংশের সামান্য বেশি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৭৮৮টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৭ শতাংশ।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।