‘ফ্লাই টু থাই’ অফারে বিজয়ী ৩০ জন

Fly-To-Thai-bg20160626195008বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য হুয়াওয়ের ‘ফ্লাই টু থাই’ অফারে ভাগ্যবান ৩০জন গ্রাহক বিনা খরচে থাইল্যান্ডে যাওয়ার সুযোগ পাচ্ছে।

সম্প্রতি হুয়াওয়ের বাংলাদেশ ব্রাঞ্চের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে থাইল্যান্ড যাওয়ার প্যাকেজ উপহার হিসেবে বিজয়ীদের হাতে হস্তান্তর করেন।

ফ্লাই টু থাই অফার বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে বলে জানান সংশ্লিষ্ট সুত্র।

এ বছরের পহেলা এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে অফারটির আওতায় যারা চীনা এই ব্র্যান্ডের স্মার্টফোন কিনেছিলেন তাদের মধ্যে থেকেই ৩০ জনের ভাগ্যে মিলল অফারটি।

প্রসঙ্গত, চীনের আইসিটি প্রতিষ্ঠান হুয়াওয়ে বর্তমানে ১৭০টিরও বেশি দেশে নিজেদের পণ্য ও সেবা পরিচালনা করছে। গত বছর সারাবিশ্বে তৃতীয় সর্বোচ্চ মোবাইল ফোন রফতানি করার রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, রাশিয়া, চীন ও ভারত মিলে বর্তমানে হুয়াওয়ের ১৬টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টার আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.