বিমান চলাচল বন্ধের পায়তারা বাংলা প্রেসক্লাব, ইতালী আজ গোলটেবিল বৈঠক

Biman-Romeরোম-ঢাকা- রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ বন্ধের পায়তারা চলছে বলে রোমে প্রচারণা রয়েছে। এই রুটে বিমান চলাচল বন্ধ হলে অন্যান্য দেশেরএয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়ে হাজার ইউরো করতে পারে। বিমান চলাচলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে বাংলা প্রেসক্লাব ইতালীআজবৃহসপতিবার এক গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে। “রোম -ঢাকা-রোম রুটে বিমান চলাচল বন্ধের ষড়যন্ত্র ঃ প্রবাসীদের করণীয়- শীর্ষক এই গোল টেবিল বৈঠকে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা, ট্রাভেলস এসোসিয়েশনের কমকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা অংশগ্রহণ করবেন। আজ বৃহসপতিবার সন্ধ্যা ৬টায় তরপিনাত্তারাস্থ সুন্দর বন রেস্টুরেন্টে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। বাংলা প্রেস ক্লাব ইুালীর সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ আমন্ত্রিত অতিথিদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন। 13.02.2015

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.