পারিশ্রমিক কমিয়ে টিভি সিরিয়ালে অভিনেতা মিঠুন চক্রবর্তী

আবারও ছোটপর্দায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।
এর আগে নাচের রিয়ালিটি শো’তে তিনি মহাগুরু হয়ে ছোটপর্দার টিআরপিকে হাতের মুঠোয় তুলে নিয়েছিলেন।
আর এবার সেই মহাগুরুই আসতে চলেছেন ধারাবাহিকে। যার প্রোমো মুক্তি পাওয়ার পর থেকেই হইচই পড়ে গেছে বিনোদন জগতে।

এই ধারাবাহিকের নাম ‘চিকু কি মম্মি দূর কি’।
এতে মূল চরিত্রে এক নাবালিকা (চিকু), যে মিঠুন চক্রবর্তীর মতো নাচ করে খ্যাতি অর্জন করতে চায়।
কিন্তু তার মা থাকা সত্ত্বেও তারা এক সঙ্গে থাকে না।
মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল ছোটবেলাতেই। তারই জীবনযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হবে সিরিয়ালটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.