তারকাখ্যাতি ও ব্যক্তিগত ক্যারিয়ারের জৌলুস বাড়ানোর জন্যে কত কসরতই না করেন তারকারা। তবে এসবের বিপরীতেও রয়েছেন কেউ কেউ। তাদের একজনই হলিউডের অস্কারজয়ী সুন্দরী সালমা হায়েক।
সম্প্রতি মার্কিন একটি দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সালমা বলেন, `অজস্র ধন দৌলত, সুনাম খ্যাতি দিয়ে আপনি কি করবেন এবং যদি আপনি ভালোবাসাই না পান ভালোবাসা আর সৌহার্দ্যতা ছাড়া অন্যকিছু আপনাকে সুখ এনে দেবে না। আমার কাছে আমার ভালোবাসার এবং ভালো লাগার জায়গাটি হলো আমার পরিবার। এমন পরিবার পেয়ে আমি খুশি।
তবে পরিবারকে বড় করতে গিয়ে কিছুতেই হলিউডকে ছোট করেননি ৪৯ বছর বয়সী এই তারকা। হলিউডের নিজের যে অবস্থান তৈরি হয়েছে তার জন্য নিজেকে ভাগ্যবান ভাবেন তিনি।
উল্লেখ্য, সালমা হায়েকের পরিবারে রয়েছে দত্তক নেয়া চার সন্তান। আপাতত আর পরিবারের সদস্য সংখ্যা আর বাড়ানোর ইচ্ছে নেই এই তারকার।