ঢাকাই চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
নানান গুণে গুণান্বিত তিনি। অভিনয়ের বাইরে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান দিয়ে সংগীতাঙ্গনে তার যাত্রা শুরু হয়।
প্রথম গান মুক্তি পর অনেক আলোচনা-সমালোচনা হয় নেট দুনিয়ায়।
এরপর নিজের গাওয়া দ্বিতীয় ‘আমি চাই থাকতে’ গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন তিনি।
এই গানটিতে সমালোচকদেরও কণ্ঠে মেলে স্তুতিবাক্য।
এছাড়াও নুসরাত গেয়েছেন শিহাব শাহীনের ওয়েব ছবি ‘যদি কিন্তু তবুও’তেও।
এবার আসছে এই নায়িকা-গায়িকার আরও একটি গান।
গতকাল শুক্রবার গানটির রেকর্ডিং হয়েছে ।
করোনাকালে নতুন গানটি নিয়েই ব্যস্ত ছিলেই তিনি।
গত ছয় মাস ধরেই চলছে গানটির কাজ।
তিনি বললেন, আমরা প্রায় ছয় মাস ধরে গানটির কাজ করছি।
এর সংগীতায়োজন থেকে শুরু করে ভিডিওতেও থাকবে বিশেষ চমক।