দুজনেই একে অপরের ভক্ত। একজন মুগ্ধ হয়েছিলেন অন্যজনের গানে। আর অন্যজনের ব্যাটিং শিল্পে খ্যাতি দুনিয়া জোড়া। অলকা যাজ্ঞিক আর শচিন টেন্ডুলকর। মঙ্গলবার তিরুবনন্তপুরম থেকে মুম্বাই ফেরার পথে বিমানে ভারতের প্রাক্তন ক্রিকেটার শচিনকে ‘পাকড়াও’ করলেন অলকা।
সেই অলকা যার পহেলা নেশা গান মুগ্ধ করেছিল শচিনকে। বিমানেই সচিনের সঙ্গে সেলফিও তুললেন অলকা। প্রিয় ক্রিকেটার শচিনের সঙ্গে বিমানে কাটানো মুহূর্তটি সবাইকে জানালেন শিল্পী অলকা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শচিনের সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন তিনি।
ফেসবুক পেজে ওই ফটো পোস্ট করে অলকা লিখেছেন, আমি তো একজন ফ্যানের মতোই আচরণ করছিলাম। তিরুবনন্তপুরম থেকে মুম্বাই ফেরার সময় বিমানে দেশের প্রিয় শচিনের সঙ্গেই এলাম।
অতীতে শচিন জানিয়েছিলেন যে, অলকা তার অন্যতম প্রিয় শিল্পী। আর এদিন অলকা জানিয়ে দিলেন, তিনিও শচিনের কতটা ভক্ত!-13.02.2015