জাইমাকে রাজনীতিতে আনার আহ্বান জাফরুল্লাহর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে রাজনীতিতে আনার আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি আপিল করছি বিএনপির কাছে, তারা জাইমা রহমানকে (তারেক রহমানের মেয়ে) ঢাকায় পাঠাক।
তাকে ঢাকায় পাঠালে সে হবে খালেদা জিয়ার রিয়েল প্রতিভূ।
তিনি অফিস সেক্রেটারি হবেন, সাংগঠনিক সম্পাদক হবেন।
চেয়ারম্যান হবেন না। তাহলে দেখবেন, জনগণ তাকে (জাইমা) নিয়ে হুড়-হুড় করে পড়বে। এ সরকার পালানোর পথ পাবে না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.