‘ঘায়ে ব্যান্ডেজ না করে ক্লিন করছি’

পুলিশ সদস্যদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়া প্রসঙ্গে দোষী পুলিশ সদস্যদের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পারতাম।
কিন্তু আমরা ঘায়ে ব্যান্ডেজ না করে একেবারে ক্লিন করছি।’

রোববার বিকেলে পুলিশ সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশের কনস্টেবল থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশ সদস্যদের জন্য পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যদের মধ্যে কেউ কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইচ্ছা করলে তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিতে পারতাম, ইচ্ছা করলে ঘায়ে ব্যান্ডেজ করতে পারতাম।
কিন্তু আমরা এসবের মধ্যে নেই, এসব একেবারে ক্লিন করতে চাচ্ছি।
তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলা দেওয়া হচ্ছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.