ঢাকার চার পাশে এলিভেটেড সার্কুলার ওয়াকওয়ে (চক্রাকার উড়াল হাটার রাস্তা) তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, মাটিতে যেহেতু জায়গা কম, সেহেতু এলিভেটেড হলে ভাল হবে।
এতে চলাচল সহজ হবে।
গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি। ‘বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীররক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন।
বৈঠক শেষে ব্রিফিং বিষয়টি জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী বলেন, এলিভেটেড ওয়াকওয়ের বিষয়টি এখনই হতে হবে এমনটি নয়, এ নিয়ে ভেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, পরিচ্ছন্ন কর্মীদের তৈরি হতে যাওয়া ফ্লাটের ভাড়া না নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
বলেছেন, ভাড়া না নিয়ে শুধু মেইনটেন্সের (রক্ষণাবেক্ষণ) জন্য কিছু টাকা নেয়া যেতে পারে।
এছাড়া বংশানুক্রমিক ভাবে তারা যাতে চাকুরি পায় সেই ব্যবস্থা নিতে হবে। যদিও এটি আইনেও আছে।