মা হওয়ার পর প্রথম কাজে ফিরছেন নুসরাত

সদ্যই মা হয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান।
অভিনেত্রী থেকে রাজনৈতিক জগতে পদার্পণ।
সাংসদের দায়িত্ব পালনের পর এবার ফের জীবনের এক নতুন ইনিংস শুরু করেছেন তিনি।
শুরুতে সমস্যা একটু হচ্ছে ঠিকই কিন্তু হাসিমুখে মায়ের দায়িত্ব ঠিক পালন করছেন নুসরাত। পাশাপাশি সদ্যোজাত ছেলেকে সামলে আবার কাজেও ফিরছেন তিনি!

শোনা যাচ্ছে, আজই এক ইভেন্ট রয়েছে নুসরাতের।
এদিন বিকেল পাঁচটা নাগাদ ভবানীপুরে একটি সালোঁর উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। মা হওয়ার পর এটাই নুসরাতের জনসমক্ষে আসা।
গত ২৬ আগস্ট মা হয়েছেন তিনি।
ছেলে ঈশানের বয়স মোটে ১২ দিন। এত ছোট ছেলেকে রেখে কাজের জন্য বাইরে বেরোতে সাহস লাগে বইকি!

মা হওয়ার পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন নুসরাত। লুক চেঞ্জ করে নতুন ‘মাম্মি’ রূপে নেটনাগরিকদের সামনে এসেছিলেন তিনি।
নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘যাদের থেকে উপদেশ নাও না তাদের থেকে সমালোচনাও গ্রহণ করো না।’
সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন ‘নিউ রোল’, ‘নিউ মাম্মি লাইফ’, ‘নিউ লুক’।
ফটোগ্রাফার হিসেবে ‘ড‍্যাডি’কে কৃতিত্ব দিয়েছেন নুসরাত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.