‘টিকার মজুদ থাকলেও ধনী দেশগুলো দিচ্ছে না’

ধনী দেশগুলো নভেল করোনার অনেক টিকা মজুদ করে রেখেছে।
এসব টিকার মেয়াদ শেষ হয়ে এলেও তা অন্যদের দিচ্ছে না।
কখনো কখনো তারা টিকা দিচ্ছে। কিছু একটার বিনিময়ে তারা তা দেয়।
এজন্য তারা পরোক্ষভাবে চাপ দেয়। টিকার বিষয়ে যতটা আশা করেছিলাম, ততটা হয়নি।

ইউরোপের তিন দেশ সফর শেষে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, আফগানিস্তান ইস্যুতে সবাই বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছে।
আমরা বলেছি, এ বিষয়ে আমরা এখনো পর্যবেক্ষণে রয়েছি।
বাংলাদেশীরা যারা ছিলেন, তারা বের হয়ে এসেছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.