ওমরাহ পালনকারীদের জন্য সুখবর যে, এখন থেকে প্রতিদিন ৭০ হাজার মুসল্লি ওমরা করার সুযোগ পাবেন।
সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধাসহ থাকবে ভাষাগত পরিষেবা সুবিধাও। প্রতিদিন ওমরাকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের।
প্রতিদিন ৭০ হাজার মুসল্লির পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন ও মদিনায় জিয়ারতে সুবিধা বাড়ানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পবিত্র দুই মসজিদের প্রধান তত্ত্বাবধায়ক ও খতিব শায়খ আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল-সৌদের নেতৃত্বে এ প্রস্তুতি সম্পন্ন হয়।
মহামারি করোনার কারণে দীর্ঘদিন সৌদি আরবের বাইরের লোকদের জন্য বন্ধ ছিল ওমরাহ কার্যক্রম।
গত ১৫ আগস্ট থেকে করোনাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ দেয় সৌদি।