সরকার দেশের সব মানুষের সমান উন্নয়ন চায় জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রান্তিক মানুষের উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দিকে সরকারের নজর একটু বেশি।
শুক্রবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ শত ২৩ জন উপকারভোগীর মাঝে ২২ লাখ ১৪ হাজার টাকার অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর।
পরিকল্পনামন্ত্রী বলেন, নারীদের ঘরের বাহিরে নিয়ে আসতে হবে এবং তাদেরকে দক্ষ করে তুলতে হবে, কাজে লাগাতে হবে।