বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেচারা বাড়ির চাকর বাকরের মতো আছে৷
ভাবছে চাকরি চলে যাবে৷ তার বক্তব্যে আমার হাসি পেয়েছে৷
আমার বক্তব্যে তিনি মনঃক্ষুণ্ন হয়েছেন। এসব রাজনৈতিক কর্মীদের চাকরবাকরের গুণাবলীও নেই। তাদের না কব্জিতে জোর আছে, না মাথা ঘুরাবার অধিকার আছে।
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি তারেকের বদলে জাইমাকে ক্ষমতা দিতে বলিনি।
আমি বলছি, তাকে রাজনীতি শিখতে দেন। সে তরুণ আছে, তাকে রাজপথে আসতে বলেন।
রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে রাজপথে হাঁটতে হয়।