শেরপুরে মৃত্যুর তিন দিন পর শান্ত চক্রবর্তী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে তোলা হয়েছে।
এরপর মরদেহটি শেরপুরের শেরী মহাশ্মশানে সৎকার করা হয়েছে।
শান্ত চক্রবর্তী শেরপুর পৌর শহরের গৃর্দানারায়নপুর মহল্লার সমর চক্রবর্তীর ছেলে।
গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর শান্ত নিখোঁজ হন।
পরে ৮ সেপ্টেম্বর সদর থানায় তার স্ত্রী রূপা চক্রবর্তী জিডি করেন।
ওইদিন বিকেলে স্বজনরা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন- পার্শ্ববর্তী জেলা জামালপুর রেল ষ্টেশনের পাশ থেকে গুরুতর আহত শান্তকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়।
পরে রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন- অজ্ঞাত পরিচয় হিসেবে শান্ত’র মরদেহ স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।
এরপর শান্ত চক্রবর্তীর ছেলে স্বরূপ চক্রবর্তীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে শনিবার শান্তর মরদেহ কবর থেকে তোলা হয়। এ সময় জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে একইদিন দুপুরে শেরপুরের পৌর শহরের শেরী মহাশ্মশানে মরদেহের সৎকার করা হয়।