কেবিন ক্রুর সাথে দুর্ব্যবহার করায় সাজা

cccccccকেবিন ক্রুর সাথে দুর্ব্যবহার করায় কোরিয়ান এয়ারের একজন সাবেক কর্মকর্তাকে এক বছরের সাজা দিয়েছে দক্ষিণ কোরিয়ার এক আদালত।
ফ্লাইটে প্লেটের বদলে প্যাকেটে করে বাদাম পরিবেশন করায় ঐ কেবিন ক্রুর সাথে চরম দুর্ব্যবহার করেছিলেন এয়ারলাইন্স কোম্পানিটির এক কর্মকর্তা।
তিনি একই সাথে বিমান কোম্পানিটির মালিকের মেয়েও বটে।
প্লেটে করে কেন বাদাম পরিবেশন করা হলো না।
কেন প্যাকেটে দেয়া হলো সে নিয়ে কোরিয়ান এয়ারের এক ফ্লাইটের কেবিন ক্রুর উপর ব্যাপক চটেছিলেন চো হুইয়্যুন আ।
রাগে বিমানটি ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন বোর্ডিং গেটে এবং ঐ ফ্লাইটের প্রধান কেবিন ক্রুকে প্লেন থেকে নামিয়ে দিয়েছিলেন।
আদালত বলছে তার এই আচরণে বিমান চলাচলের নিরাপত্তা ভঙ্গ হয়েছে।
মিজ চো বিমানটিকে তার ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করেছেন বলে আদালত মন্তব্য করে।
ঐ কেবিন ক্রু পরে সাংবাদিকদের জানিয়েছেন, তাকে হাঁটু মুড়ে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন মিজ চো।
সে নিয়ে বেশ আলোচনাও হয়েছিল তখন।-১২/০২/২০১৫

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.