এয়ারলাইন্সের সারচার্জ কমানোর আবেদন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আরোপিত মাসিক সারচার্জ ৬ শতাংশের বদলে ১ শতাংশ নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রীকে লেখা এক চিঠিতে বলেন, বেবিচক তার বিভিন্ন বকেয়া পাওনার ওপর মাসিক ৬ শতাংশ অর্থাৎ বাৎসরিক ৭২ শতাংশ হারে সারচার্জ আরোপ করে মোট পাওনা আদায় করে।

চিঠিতে একটি অনলাইন গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, বর্তমানে চালু ও বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর কাছে বেবিচকের পাওনা পাঁচ হাজার কোটি টাকার বেশি।
এই মাত্রাতিরিক্ত সারচার্জ আরোপের কারণে অনেকে তাদের পাওনা পরিশোধ করতে পারছেন না এবং বিরাট দেনার চাপে দেউলিয়া হওয়ার অবস্থায় উপনীত হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.