২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি।
এ বছরের ২৪ মে তাদের পঞ্চম বিয়ে বার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, একসঙ্গে থাকছেন না আর তারা।
প্রথম স্বামী অপু জানান তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে।
এদিকে ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে মাহি ফেসবুকে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানান। ফেসবুকে কাবিন নামায় স্বাক্ষরের একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ।
আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো।
এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’
মাহির বিয়ের ঘোষণা দেওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্বামী অপুও।
পরে বেশ কিছু গণমাধ্যমে মাহির বিয়ে নিয়ে মন্তব্যও করেছেন অপু।
সেই সঙ্গে জানিয়েছেন তিনি আর কোনো মিডিয়ার মেয়েকে বিয়ে করবেন না।
নানাবিধ কারণের মধ্যে রয়েছে, মাহিকে বিয়ে করে তিনি যথার্থ মর্যাদা পাননি।
এ ছাড়া মিডিয়ার মেয়েরা আর অন্য সব মেয়েদের মতো নয়। একটু জটিল।
অপু স্পষ্ট ভাষায় বলেন, ‘আর কখনো মিডিয়ার মেয়ে বিয়ে করবো না।
বাবা-মায়ের পছন্দে বিয়ে করবো।’