মালয়েশিয়ায় ফিরতে সাড়ে ৩ লাখেরও বেশি মাই ট্রাভেল পাসের আবেদন

করোনা মহামারীতে মালয়েশিয়ার অর্থনীতিসহ দেশটির স্বাভাবিক কর্মকাণ্ড ও জীবনযাপন ব্যাহত হচ্ছে।
করোনা প্রতিরোধে দীর্ঘ সময় ধরে কঠোর বিধিনিষেধের কারণে সাধারণ জনগণসহ অভিবাসীরা নানামুখী সঙ্কটের মুখে পড়েছেন।
হাজার হাজার প্রবাসী কর্মী করোনাকালে মালয়েশিয়া থেকে ছুটিতে নিজ দেশে এসে এখন আটকা পড়েছেন।
বাংলাদেশ-মালয়েশিয়া স্পেশাল ফ্লাইট ছাড়া নিয়মিত ফ্লাইট বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে।
ভিসা পারমিট থাকা সত্ত্বেও দীর্ঘ অপেক্ষার পরও নানা জটিলতার কারণে ফিরতে পারছেন না।
এ রকম ভুক্তভোগী প্রায় তিন লাখ ৫৬ হাজার ৫১০ জন মালয়েশিয়া ফিরতে ইমিগ্রেশন বিভাগের মাই ট্রাভেল পাসের (এমটিপি) অনলাইন আবেদন করেছেন।
এর মধ্যে দুই লাখ আট হাজার ৫০৯ জনের আবেদন পাস হয়েছে এবং এক লাখ ২৭ হাজার ৪৬৫ জনের আবেদন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে।
এসব আবেদনকারীর মধ্যে রয়েছে মালয়েশিয়ান নাগরিক ও তাদের পোষ্য এবং বিভিন্ন দেশের অভিবাসী ছাত্র-শ্রমিক।
দেশটিতে প্রবেশ করতে চাইলে ইমিগ্রেশনের পূর্বানুমতি প্রয়োজনের কথা উল্লেখ করে এই এমটিপি অনলাইন আবেদন ২০২০ সালের নভেম্বরে চালু করা হয়েছিল, যা এখনো চালু রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.