‘এ সপ্তাহেই বিমানবন্দরে পিসিআর ল্যাব’

কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব বসানো হবে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করছে বলে জানান তিনি।
বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাদশ সংসদের চতুর্দশ অধিবেশনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি জানান চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই করোনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ করার কার্যক্রম এগিয়ে চলছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.