কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর ল্যাব বসানো হবে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করছে বলে জানান তিনি।
বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাদশ সংসদের চতুর্দশ অধিবেশনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি জানান চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই করোনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ করার কার্যক্রম এগিয়ে চলছে বলেও জানান তিনি।