কৌশানি মুখার্জির ছবিতে অশালীন মন্তব্যের ঝড়!

টালিউডের এ প্রজন্মের অভিনেত্রী কৌশানি মুখার্জি।
সিনেমার পর্দায় তাকে মিষ্টি তরুণীর রূপেই দেখা যায়।
তবে সোশ্যাল মিডিয়ায় তিনি অনেক বেশি সাহসী আর খোলামেলা।
প্রায়শই বোল্ড অবতারের ছবি শেয়ার করেন। তার শরীরী আবেদনে ভরা সেসব ছবি নিয়ে চলে নানারকম আলোচনা-সমালোচনা।

সম্প্রতি ফেসবুক পেজে দুটি খোলামেলা ছবি আপলোড করেন কৌশানি মুখার্জি।
যেখানে তাকে দেখা গেছে ঝলমলে একটি পোশাকে।
তবে ওই পোশাকের চেয়ে ছবিতে বেশি গুরুত্ব পেয়েছে তার অন্তর্বাস এবং বক্ষ বিভাজিকা।
যার কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী।
অশালীন সব মন্তব্যে ভরে গেছে তার কমেন্ট বক্স।

এক নারী অনুসারী মন্তব্য করেছেন, ‘দ্বিতীয় সানি লিওন’।
আরেক অনুসারী মন্তব্য করেন, ‘নির্বাচনের মাঠে সবটা খুলে দিলে অবশ্যই জয়ী হবার চান্স আছে’।
কেউ আবার পরামর্শ দিয়ে লিখেছেন, ‘এইসব ছবি দিও না।
তোমারটা দেখে আরও ১০ জন মেয়ে খারাপ হবে’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.