দু‘জনের ভালোবাসাবাসির গল্প

valobasha-c-shopne-ghera-bg20160628184642রাত দুপুরে ঘুম থেকে ডেকে তুলে রুনা লায়লাকে গান শোনান আলমগীর! এটা একটা উদাহরণ মাত্র। ভালোবাসা ও খুঁনসুটির নিদর্শন। তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লার দৈনন্দিন রুটিন এমনই, ভালোবাসায় ঘেরা।

তাদের তুলনা তারা নিজেই। স্বীয়কর্ম দিয়ে প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে গেছেন। উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ও সফল চিত্রনায়ক আলমগীরকে নিয়ে তৈরি হয়েছে বিশেষ আড্ডানুষ্ঠান ‘ভালোবাসার স্বপ্নে ঘেরা’।

এই অনুষ্ঠানেই রুনা-আলমগীর একে অপরকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। উপস্থাপনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘ভালোবাসার স্বপ্নে ঘেরা’ ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৫টা প্রচার হবে আরটিভিতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.