ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তার ১০ নং ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের কারি শিল্পের নয় সদস্যের একটি প্রতিনিধিদল।
দক্ষ কর্মীর অভাবে বর্তমানে গভীর সঙ্কটের মুখে ব্রিটিশ হসপিটালিটি ইন্ডাস্ট্রি বিশেষ করে কারি শিল্প।
কঠোর ভিসা আইনের কারণে দক্ষ কর্মীর অভাবে ব্রিটেনের কারি রেস্টুরেন্টগুলো বর্তমানে বন্ধ হওয়ার উপক্রম বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন প্রতিনিধি দলটি।
সঙ্কট থেকে উত্তরণে ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা কর্মীদের কারি শিল্পে নিয়োগ দিতে স্বল্প মেয়াদী ভিসা দেয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তারা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, ব্রিটেনের কারি শিল্পের অন্যতম পথিকৃত, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও কারিশিল্প বিষয়ক ব্রিটিশ ম্যাগাজিন স্পাইস বিজনেসের সম্পাদক এনাম আলি এমবিই।
বুধবার (২৯ জুন) ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।