সাইবার নিরাপত্তায় কার্যকর সমাধান দেবে ‘বাগসবিডি’

bugsbd-sm20160629172915ব্যবস্থাপনায় অপ্রতুল জ্ঞান ও দূরদর্শীতার অভাবে যারা সাইবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, একইসঙ্গে যারা এ খাতে বিনিয়োগ করেছেন বা করতে ইচ্ছুক তাদের জন্য প্রথমবারের মতো স্বল্প খরচে কার্যকরী সমাধান দিতে এলো ‘বাগসবিডি’।

দেশি-বিদেশি মিলিয়ে ১০০ জনেরও বেশি সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের তত্ত্বাবধানে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সবধরনের সাইবার নিরাপত্তা দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি।

‘আপনার সাইবার নিরাপত্তা সহযোগী’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি রাজধানীর মতিঝিলে নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘বাগসবিডি’।

প্রধান অতিথির বক্তব্যে বাগসবিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. তৌহিদ ভুঁইয়া বলেন, গ্রাহকদের চাহিদার দিক বিবেচনা করে দেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই অনলাইনে লেনদেনের ব্যবস্থা চালুর চেষ্টা করছে। কিন্তু এক্ষেত্রে সাইবার ঝুঁকির ভয়াবহতা একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সাইবার হামলায় যেকোনো প্রতিষ্ঠানের বড় অংকের লোকসান হওয়ার সম্ভাবনা থাকে বলে অনেক বিনিয়োগকারী প্রযুক্তি খাতে বিনিয়োগে ভয় পাচ্ছেন। সেই সঙ্গে রয়েছে সাইবার নিরাপত্তা সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান, দক্ষ জনশক্তির অভাব।

তাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের সাইবার নিরাপত্তাকে আরেক ধাপ এগিয়ে নিতে কাজ করছে বাগসবিডি।

প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) তানজিলা ফারাহ বলেন, বাগসবিডি অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে এবং সমাধানের লক্ষ্যে ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ করে দিচ্ছে।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইট বাগসবিডি’র সাইবার সিকিউরিটি টিম নিয়মিত পর্যবেক্ষণ করবে এবং ওয়েবসাইটের দুর্বলতাগুলো খুঁজে নিয়ে তার সমাধানসহ কোম্পানি ম্যানেজমেন্টকে বিস্তারিত রিপোর্ট দেবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নিরাপত্তা বিশেষজ্ঞ মারুফ হাসান, নিরাপত্তা গবেষণাকারী মনিরুজ্জামান সজলসহ বাগসবিডি’র কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.