এভিয়েশন নিউজ: সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ, তার কেন্দ্রস্থল আবু ধাবি থেকে যাতায়াত সংযোগ বাড়ানোর পাশাপাশি নেটওয়ার্ক বিস্তারে নতুন মাত্র যোগ করতে এথেন্স ও লার্নেকা থেকে ফ্রিকোয়েন্সি এবং ধারণক্ষমতা বৃদ্ধির অনুমোদন ঘোষণা দিয়েছে ১৬ এপ্রিল। ইতিহাদ এয়ারওয়েজের চিফ কমার্শিয়াল অফিসার পিটার বাউমগার্টনার বলেন-“ফ্রিকোয়েন্সি এবং ধারণক্ষমতাÍ এই উন্নয়ন আমাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক নির্মাণের অঙ্গীকারেরই বাস্তবরূপ।
“এথেন্স-এর ক্ষেত্রে, আমাদের নতুন ফ্লাইট গ্রাহকদের আবু ধাবি থেকে আসা যাওয়ার জন্য দুটি ভিন্ন ডিপার্চার টাইম প্রদান করবে এবং লার্নেকা’র ক্ষেত্রে, নতুন বাড়তি ফ্লাইট গুলো আবু ধাবির সাথে যোগাযোগ আরো উন্নত করার পাশাপাশি গ্রাহককে বেশি বেশি চয়েস এবং ফ্লেক্সিবিটি প্রদান করবে। তিনি আরো বলেন- “এছাড়াও, অতিরিক্ত এই সেবা আবু ধাবির ব্যবসায়িক এবং লিজার ট্রাফিক প্রবৃদ্ধিতে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে। সেই সাথে গ্রাহককে উপসাগরীয় অঞ্চলের, ভারতীয় সাব-কন্টিন্যান্টাল, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন গন্তব্যস্থল বেছে নেয়ার অধিক সুযোগ প্রদান করবে।
“২০১৪ জুলাই নাগাদ, ইতিহাদ এয়ারওয়েজের আন্তর্জাতিক যাত্রী নেটওয়ার্কের প্রায় ৯০ শতাংশ ডেইলি ফ্লাইট সার্ভিস উপভোগ করতে পারবে বলে আশা করছি” এথেন্স- ২ জুলাই ২০১৪ থেকে, ইতিহাদ এয়ারওয়েজ তিনটি নতুন ফ্লাইট প্রবর্তনের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে সাত থেকে দশটি ফ্লাইট চালু করে আবু ধাবি-এথেন্স রুটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে, যা যাত্রীদের এথেন্স যাওয়া ও আসার বেশি বেশি চয়েস এবং ফ্লেক্সিবিটি প্রদান করবে। লার্নেকা- ইতিহাদ এয়ারওয়েজ প্রতি সপ্তাহে তিন থেকে পাঁচটি ফ্লাইট চালু করে তার আবু ধাবি-লার্নেকা রুটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করবে। এছাড়াও ইতিহাদ এয়ারওয়েজ লার্নেকা’য় ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পিক সামার পিরিওডে ডেইলি সার্ভিস চালু করবে।