বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি বিদেশেও দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার তার বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের তীব্র নিন্দা জানিয়ে এসব বলেন কাদের।
করোনার মহামারীর কারণে গত ১৯ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর করেননি।
তবে জাতীয় স্বার্থ বিবেচনা করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
সড়কমন্ত্রী বলেন, অধিবেশনে বিভিন্ন দেশের নেতাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আলাপ আলোচনার সুযোগ রয়েছে।
সেকারণেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত না হয়ে সরাসরি যোগ দিচ্ছেন।