সাড়ে ৬ মাসে দেশে শনাক্তের হার সর্বনিম্ন

করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এ সময়ে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।
এ হার গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে এর চেয়ে কম রোগী শনাক্তের হার ছিল গত ৯ মার্চ।
সেদিন স্বাস্থ্য অধিদপ্তর শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশের কথা জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর গত ৮ মে দেশে করোনার ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.