বিভিন্ন দেশে থেকে প্রতিমাসে বাংলাদেশে এক কোটি টিকা আসছে, অক্টোবরে ভারত থেকেও টিকা আসবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।
ধর্ম দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা দেশকে ছিন্নভিন্ন করে দিয়েছে।
তারা বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে।
কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রাখায় বাংলাদেশ আজ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে।