যেসব বাংলাদেশির বৈধ লাইসেন্স আছে তাদের ড্রাইভিং পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেবে মালদ্বীপ সরকার।
এর আগে প্রবাসীদের জন্য এমন সুযোগ ছিলো না।
রোববার দেশটির পরিবহন মন্ত্রণালয় প্রকাশিত তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে।
জানা গেছে, জুলাইয়ে ওই তালিকায় ২৫টি দেশের নাম অন্তর্ভুক্ত ছিলো।
সেপ্টেম্বর মাসে ২৬তম নামের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে।
বাংলাদেশের নাম যুক্ত হওয়ার পেছনে দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের অগ্রণী ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।