সাড়ে ৬ মাস পর দেশে শনাক্তের হার ৫ শতাংশের নিচে

দেশে করোনাভাইরাস শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেছে।
গতকাল সোমবার শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।
আজ মঙ্গলবার শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ২৭ শতাংশ।

এর আগে গত ৮ মার্চ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ।
তার আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩ শতাংশ।
সে হিসাবে ১৯৭ দিন বা সাড়ে ছয় মাস পর সর্বনিম্ন শনাক্ত হলো।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮১০টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.