ব্যাংক-কর্মীদের নিয়ে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’

ব্যাংকে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংগীতে দক্ষতা রয়েছে এমন শিল্পীদের নিয়ে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ব্যাংকার্স ভয়েস’।

অনুষ্ঠানটি প্রচার করবে তৃতীয় প্রজন্মের স্যাটেলাইট টেলিভিশন এসএটিভি। এ জন্য সম্প্রতি এসএটিভির প্রধান কার্যালয়ে টেলিভিশন চ্যানেলটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ‘কিংবদন্তী মিডিয়া’।

এসময় এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, এসএটিভি সব সময় ভালো কাজের পাশে থাকে। তাই ভালো কাজের পেছনে সবাইকে আরও বেশি বিনিয়োগ করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে কিংবদন্তী মিডিয়ার প্রধান নির্বাহী বিপ্লব রহমান বলেন, দর্শক নন্দিত এই টিভি চ্যানেলের সঙ্গে চুক্তি সই করতে পেরে আমরা গর্বিত।

তিনি জানান, দেশের ব্যাংকগুলোতে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংগীতে দক্ষতা রয়েছে এমন শিল্পীদের নিয়েই হবে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন এসএটিভির পরিচালক শামসুল আলম প্রান্ত, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, সিওও আব্দুল মাবুদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.