ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণের পরই কেবল প্রতিবেশী দেশে করোনাভাইরাসের টিকা রফতানি শুরু করবে ভারত।
গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শ্রিংলা এ কথা বলেন।
তিনি বলেন, এপ্রিলের পর থেকে ভারত উত্পাদন দ্বিগুণ করেছে।
নিজস্ব প্রয়োজন মিটিয়ে রফতানি করা যাবে।
যদিও এক দিন আগে সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুক মানদাভিয়া বলেছিলেন, ছয় মাস বন্ধ রাখার পর আগামী অক্টোবর থেকে আবার টিকা রফতানি শুরু করবে ভারত।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ভারত গত এপ্রিলে টিকা রফতানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ টিকা সংকটে পড়ে।
বিশ্বের সবচেয়ে বড় টিকা উত্পাদক দেশ ভারতের ঐ সিদ্ধান্ত বিশ্ব জুড়ে টিকা সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।