সম্প্রতি ভারতীয় পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় নির্মিত রাজনৈতিক কাহিনী-নির্ভর ইতিহাসভিত্তিক ওয়েব সিরিজে বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনয় করবেন বলে খবর আসে।
তবে এই ওয়েব সিরিজে ইতিহাস ‘বিকৃত’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী চারু মজুমদারের ছেলে অভিজিৎ মজুমদার।
ওই ওয়েব সিরিজে বিপ্লবী চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদারের যে চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে, সে চরিত্রকে কল্পনাপ্রসূত বলে অভিযোগ করেছেন অভিজিৎ মজুমদার।
জানা গেছে, ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের পটভূমিকায় নির্মিত হবে ওয়েব সিরিজটি। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হবে এই সিরিজ।