দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি।
দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত তিনি।
কারও সঙ্গেই তার কোনো ধরনের যোগাযোগ নেই।
এমনকি পপি নিজে থেকেও কারও সঙ্গে যোগাযোগও করছেন না।
আবার এমনও শোনা যাচ্ছে যে পপি বিয়ে করেছেন, তিনি মা হতে চলেছেন।
বলা চলে বেশ কয়েক মাস ধরেই নিরুদ্দেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা।
এছাড়া, নানান মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দিচ্ছেন না। তার ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাকটিভ থাকলেও সেখানে কোনো আপডেট নেই।
তার আগের মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ কোনোকিছুই আর অ্যাকটিভ নেই।
কিন্তু পপি না থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা।