চলতি বছরের চতুর্থ প্রান্তিকে সক্ষমতার পূর্বাভাস কমিয়েছে ক্যাথে প্যাসিফিক।
যাত্রী পরিবহন সক্ষমতা প্রাক-কভিড স্তরের ১৩ শতাংশে নামিয়ে এনেছে হংকংয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
এর আগে সংস্থাটি সক্ষমতা ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছিল।
ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, বছরের বাকি সময়ে প্রতি মাসে ১৩ কোটি ডলারের কম নগদ অর্থ ব্যয়ের লক্ষ্যমাত্রা অব্যাহত রাখা হয়েছে।
হংকংয়ে অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচলের বাজারের অভাব রয়েছে এবং বিশ্বের সবচেয়ে কঠিন কভিডজনিত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত গন্তব্যগুলোতে থেকে যাওয়া পূর্ণ ডোজের টিকা নেয়া ভ্রমণকারীদেরও তিন সপ্তাহ হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক।
শক্তিশালী এ বিধিনিষেধের প্রভাব গিয়ে পড়েছে ক্যাথে প্যাসিফিকের ওপর।