গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে ৪৯ শতাংশের বয়স ২০ বছরের কম। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানী ঢাকার মধ্যে রয়েছেন ১৯৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন ৫৭ জন।
এ নিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন এক হাজার ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৫৪ জনের মধ্যে বয়সভিত্তিক হিসেবে সর্বোচ্চ হচ্ছে শূন্য থেকে ১০ বছর, যা ২৪ দশমিক ৭ শতাংশ।
আর সর্বনিম্ন ২ দশমিক ৬ শতাংশের বয়স শূন্য থেকে ১ বছর।
এছাড়া শূন্য থেকে এক বছরের মধ্যে ২ দশমিক ৬ শতাংশ, ১০ বছরের মধ্যে ২৪ দশমিক ৭ শতাংশ।