২০০১ সালে ‘আজনবি’ ছবি দিয়ে বলিউড সিনেমায় অভিষেক ঘটে বিপাশা বসুর।
শুরুতেই ‘শ্যামবর্ণা সুন্দরী’র তকমা পেয়ে যান দর্শক হৃদয়ে জায়গা করে নেয়া বিপাশা।
দেখতে দেখতে ২০ বছর পূর্ণ করলো বলিউড পাড়ায়।
সেই উপলক্ষে হিন্দুস্তান টাইমসকে জানালেন এতদিন চেপে রাখা নানান বিষয়।
জানালেন, একটা সময় ছিল যখন তাকে সন্ধ্যার পর ঘরের বাইরেও যেতে দেওয়া হতো না। এতে নাকি তিনি আরও কালো হয়ে যাবেন!
তাকে এমন কিছু সময় অতিবাহিত করতে হয়েছে, যেখানে তাকে নিয়মিত পোশাক নিয়েও কথা শুনতে হয়েছিল।
বোহেমিয়ান থেকে আবেদনময়ী, গায়ের রঙ নিয়ে অহেতুক পরামর্শ- বলিউডে ঢোকার পর নানাভাবেই হেনস্থার শিকার হয়েছেন বিপাশা।
দুই দশকে কখনও তেমন একটা অভিযোগ করতে দেখা যায়নি শ্যামবর্ণা সুন্দরীকে।