দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই খুলনায় পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চালু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘এছাড়া সব বিভাগে চালু হবে বিটিভির কেন্দ্র। ফলে শিল্প সাহিত্যর বিকাশ হবে এবং নতুন নতুন প্রতিভা আত্মপ্রকাশ করবে। একইসঙ্গে কর্মসংস্থানের সৃষ্টি হবে।’
শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সব মতাদর্শের সংবাদকর্মীরা প্রধানমন্ত্রীর অনুদান পাবে। সরকারপ্রধান সাংবাদিকবান্ধব।
এ জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছে সরকার। যা অন্য কোন দেশে হয়নি।
এর আগে সাড়ে তিন হাজার সাংবাদিককে সাড়ে তিন কোটি টাকা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টে।
দুস্থ ও চাকুরিচ্যুতদের সাহায্য দেওয়া হচ্ছে।
সাংবাদিক নেতাদের সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমি নিজে এ বিষয়ে হস্তক্ষেপ করিনি। এটা সম্পূর্ণ তাদের ওপর ছেড়ে দিয়েছি।’