‘সুন্দরভাবে ক্ষমতা ছাড়লে জন-অসন্তোষ নাও থাকতে পারে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার যদি সুন্দরভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ায়, তবে তাদের প্রতি মানুষের যে অসন্তোষমূলক মনোভাব, সেটা নাও থাকতে পারে।
সরকারের আচরণে আমাদের যে দুষ্টু মনোভাব তৈরি হয়েছে, পরবর্তীতে এর প্রতিফলন নাও ঘটাতে পারি।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে জাতীয়তাবাদী প্রজন্ম দলের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সরকারের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, জোর করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু ক্ষমতা ছাড়ার পদ্ধতিটা যদি সুন্দর না হয়, তবে পরিস্থিতি ভয়াবহ হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.