সাংবাদিককে হুমকি দিয়ে হাজতে যেতে হয়েছিল শাহরুখ খানকে

১৯৯৩ সালে দিল্লিতে থাকতেন শাহরুখ খান। ‘কভি হাঁ কভি না’ ছবির কাজ চলছে তখন।
তার দু’বছর আগেই গৌরী খানের সঙ্গে বিয়ে হয়েছে শাহরুখের।
তবে সেই বিয়ে ভাঙতে বসেছিল একটি গুজবের কারণে।
সেই গুজব ঠেকাতে কী করেছিলেন শাহরুখ খান?
সেই গল্পই নিজে মুখে বলেছিলেন বলিউডের এই বাদশা।

‘কভি হাঁ কভি না’ ছবির সহ-অভিনেত্রীর সঙ্গে শাহরুখের প্রেম- এমনই একটি খবর বেরিয়েছিল সংবাদমাধ্যমে।
যা পড়ে গৌরী চিন্তায় পড়ে গিয়েছিলেন।
শাহরুখের কথা থেকে জানা যায়, তাদের বিয়ের সিদ্ধান্ত ঠিক কিনা, এ সব চিন্তা ভাসছিল গৌরীর মাথায়।
ক্ষুব্ধ শাহরুখ সমস্যা মেটাতে সোজা সেই সাংবাদিককে ফোন করেন, যিনি সেই খবরটি লিখেছিলেন।

সাংবাদিক জানান, তিনি মজা করে খবরটি লিখেছিলেন। তার পরে শাহরুখ নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সে কথা শাহরুখই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.