‘মঙ্গলবার থেকে দেশে আবারও গণটিকা কর্মসূচি’

আগামী মঙ্গলবার থেকে দেশে আবারও গণটিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনেই এই টিকাদান কর্মসূচি শুরু হবে।
আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে।’

এর আগে গেল ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকা দেওয়ার ঘোষণা দেয় সরকার। সেসময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম।
তবে টিকার সংকটের কারণে সেই কার্যক্রম আর চালু রাখতে পারেনি সরকার।
সেসময় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।

তিনি জানান, ২৮ তারিখ সকাল থেকে গণটিকাদান কর্মসূচি চলবে।
এবারে গণটিকাদান কর্মসূচির টার্গেট ধরা হয়েছে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া।
তবে এর পাশাপাশি নিয়মিত চলমান কর্মসূচিও চলবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.